সালাম মাহমুদ : দেশের সফল উদ্যোক্তা এবি ফ্যাসন মেকারের স্বত্বাধিকারী সানাউল হক বাবুল সিআইপি ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড-২০২৩ এ ভূষিত হয়েছেন।১২ জুন ২০২৩ সোমবার বিকেল ৫টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও’র পদ্মা হলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর আয়োজনে ‘বৈশ্বিক অর্থনীতিতে সুদৃঢ় অবস্থান ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা, গ্লোবালব্র্যান্ডস-ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান এমপি এবি ফ্যাসন মেকারের স্বত্বাধিকারী সানাউল হক বাবুল সিআইপিকে ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড-২০২৩ অ্যাওয়ার্ড প্রদান করেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. সীমা হামিদ এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি রাজু আলীম। সভাপতিত্ব করেন সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন ট্রাব কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাম মাহমুদ ও অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান হামিদ মোহাম্মদ জসিম।