1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.dailyamader71.com : dailyamader71.com : dailyamader71.com dailyamader71.com
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
নেত্রকোনায় পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স ভুগর্ভস্থ পানি ও পয়ঃনিষ্কাসন ব্যবস্থা নিয়ে গোলটেবিল বৈঠক পিরোজপুর জেলার তিনটি শাখায় ঘুর্নিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে শক্তি ফাউন্ডেশনের সহায়তা প্রদান ঢাকাস্থ বরিশাল বিভাগীয় আইনজীবী কল্যাণ সমিতির কমিটি গঠিত।। সভাপতি হুমায়ুন, সাধারণ সম্পাদক মাগফুর, কোষাধ্যক্ষ রিজভী নাজিরপুরে প্রেমিকের ফোনে সারা দিতে গিয়ে ধর্ষীতা হলো কিশোরী নাজিরপুরে ১দিনের ব্যবধানে অপহরন ও শিশু ধর্ষণ মামলা, গ্রেফতার-১ নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল নাজিরপুরে ছাত্রলীগ নেতার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাওলাদ হোসেন সানা’র জনসংযোগে ৮ ইউনিয়নের ১১ চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ লক্ষে এলজিডি তত্ত্বাবধানের কাজই লাখো মানুষের মরণ ফাঁদ জীবন বিপন্ন
শিরোনাম:
চলমান সময়ের প্রয়োজন নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব ….এম এ আলীম সরকার লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা         শীত  কেয়া চৌধুরীর নেতৃত্বে এম জহির উদ্দিন স্বপন এর সাথে জিসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ উপদেষ্টা এএফএম হাসান আরিফের ২য় জানাযা সুপ্রীম কোর্ট প্রাংগনে অনুষ্ঠিত হয় যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা আগামীকাল বিজয় দিবস উপলক্ষে হৃদয়ে পতাকা ২ মার্চের আলোচনা সভা মহাক্ষতিতে নিমজ্জিত মানব জাতিকে বাঁচানোর লক্ষ্যে ইসলামী সমাজের শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা। আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক নুরুদ্দীন আহমেদ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী শুভেচ্ছা জানিয়েছে এনডিপি তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখলে লক্ষ জনতার স্রোত নামবে একযুগ পর বাংলাদেশের মাটিতে নেমে ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম রিবলু এ কথা বলেন

ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড বিজয়ী লোকমান হোসেন আকাশ চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে কাজ করতে চান

  • প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে

সালাম মাহমুদ : চতুর্থ শিল্পবিপ্লবের দোড়গোড়ায় বিশ্ব। এই চ্যালেঞ্জে বাংলাদেশকে জয়ী হতে হবে। আগামী দিনের শিল্প ও ব্যবসায়িক চ্যালেঞ্জের সফল মোকাবিলা ও এই দুই ক্ষেত্রে দেশকে এগিয়ে নেওয়ার মিছিলে নেতৃত্ব দিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর পরিচালক হিসেবে দেশের উন্নয়নে কাজ করতে চান লোকমান হোসেন আকাশ। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড-২০২৩ বিজয়ী ভিসতা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশের সঙ্গে সম্প্রতি কথা হয় ।

তিনি দেশের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে একজন মেধাবী উদ্যোক্তা হিসেবে সমধিক পরিচিত। বাংলাদেশে উচ্চমানের ইলেকট্রনিক্স পণ্য তৈরি ও সাশ্রয়ী মূল্যে বাজারজাতকরণের জন্য এরইমধ্যে তিনি ব্যাপক সুনাম কুড়িয়েছেন। সৃষ্টিশীল ও দূরদর্শী উদ্যোক্তা হিসেবে তিনি বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিবৃত্তিক (এআই) ইলেকট্রনিক্স ও অটোমোবাইল পণ্য প্রস্তুত করার প্রস্তুতি নিচ্ছেন। তার ভাবনায় কেবল, আগামী প্রজন্মের উপযোগী পণ্য উৎপাদন। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে প্রয়োজন চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী পণ্য তৈরি ও বিশ্বব্যাপী তা বাজারজাত করা।

বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত আকাশ। ফোডারেশনের হয়ে কাজ করেছেন বিভিন্ন পলিসি তৈরি ও তা বাস্তবায়নের লক্ষ্যে। ব্যবসায়ী, উদ্যোক্তা ও সরকারের মধ্যে সেতুবন্ধ তৈরিতে তিনি কাজ করেছেন। দেশ-বিদেশে বিভিন্ন সভা-সেমিনারে অংশ নিয়ে দেশের শিল্প ও ব্যবসায়িক উন্নয়নে ভূমিকা রেখেছেন। ১৫ বছর ধরে কাজ করছেন বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর সঙ্গে।লোকমান হোসেন আকাশ ব্যবসা-বাণিজ্য অঙ্গনের একজন দক্ষ সংগঠক হিসেবেও সুপরিচিতি। তিনি সিআইএস বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এছাড়া তিনি বাংলাদেশ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সদস্য। বিজনেস রিসার্চ, সোর্সিং, এক্সপোর্ট, ইমপোর্ট ও লোকাল ট্রেডিংয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে তার সুনাম রয়েছে।

আগামী জুলাই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এফবিসিসিআইয়ের নির্বাচন। নিজ অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগাতে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান লোকমান হোসেন আকাশ।

বিশ্ববাজারে বাংলাদেশের ইলেক্ট্রনিক্স পণ্যকে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি। তার হাত ধরেই বাংলাদেশ থেকে প্রথম ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি শুরু হয়। তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লব আসলে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন ও শিল্প ব্যবস্থার সমন্বয়ে স্বয়ংক্রিয়করণের একটি অত্যাধুনিক প্রক্রিয়া’। ভিসতা ব্র্যান্ডের উৎপাদিত পণ্যের মাধ্যমে এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান তিনি।

ভীষণ আত্মপ্রত্যয়ী লোকমান হোসেন আকাশ ২০২১ সাল থেকে ভিসতা সঙ্গে যুক্ত আছেন। আরও ৪ স্বপ্নবাজকে সঙ্গে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড। ডিজিটাল বাংলাদেশের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু হাইটেক সিটিতে স্থাপন করা হয়েছে ভিসতার কারখানা।

লোকমান হোসেন আকাশ ভিসতা প্রতিষ্ঠার আগে ওয়ালটনের সঙ্গে যুক্ত ছিলেন। দায়িত্ব পালন করেছেন কোম্পানিটির আন্তর্জাতিক মার্কেটিং টিম, রিসার্চ ও ট্রেড পলিসির প্রধান হিসেবে।

এই তরুণ উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিজনেস কমিউনিকেশন বিষয়ে ডিগ্রি লাভ করেছেন। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেছেন।

মো. লোকমান হোসেন আকাশ সাংগঠনিক এবং ব্যবসায়িক প্রয়োজনে এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার প্রায় ৫০ টি দেশ ভ্রমণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

সর্বশেষ খবর

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: কাজী মনির