এস এম নাসির : দেশের টেলিভিশন চ্যানেল, জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক পত্রিকার বিনোদন সাংবাদিকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ৩০ বছরের ঐতিহ্যবাহী সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আগামী ২৭ ডিসেম্বর ২০২৩ বুধবার বিকেল ৫টায় ঢাকার হোটেল সোনারগাঁও এ ট্রাব অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করবে। চলচ্চিত্র,টেলিভিশন,সংগীত,মঞ্চনাটক,ফ্যাসন,নৃত্য,অর্থ শিল্প বানিজ্য ও সাংবাদিকতা বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে জুরিমন্ডলীর রায়ে শ্রেষ্ঠত্বের বিচারে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বিচার কর্মকে সুষ্ঠু ও জবাবদিহিতামূলক করতে বিচারকমন্ডলির সমন্বয়ে জুরিবোর্ড গঠন করা হবে। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সিনিয়র সাংবাদিক দেওয়ান হাবিবুর রহমানকে চেয়ারম্যান এবং হাফিজ রহমানকে সদস্য সচিব করে অনুষ্ঠান উদযাপন কমিটি গঠন করা হয়েছে।অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে ট্রাব সভাপতি সালাম মাহমুদ ও সাধারণ সম্পাদক অনজন রহমান সকল মহলের সহযোগীতা কামনা করেছেন।
সম্পাদকমন্ডলীর সভাপতি : সালাম মাহমুদ
এল মল্লিকা কমপ্লেক্স (৭ম তলা),১২ পুরানা পল্টন, ঢাকা - ১০০০।
মোবাইল -০১৭৫০৬১৫৯৪১।
ই-মেইল -banglatv71sm@gmail.com