এন আই মাহমুদ : ইউরোপে বিশেষত ফ্রান্সে যেসব প্রবাসীরা বুঝতে পারছেন না যে চাকরি করবেন নাকি ব্যবসায় করবেন অথবা ব্যবসায় করলেও তা কিভাবে করবেন, তাদের জন্য এ সবকিছুর সমাধান নিয়ে হাজির হতে যাচ্ছে ইউরোবাংলা বিজনেস এসোসিয়েশন।
আগামী ২৪ ডিসেম্বর ( রবিবার ), প্যারিসে অবস্থিত বিডি কমিউনিটি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোবাংলা বিজনেস ওয়ার্কশপ ২০২৩। ইউরোবাংলা বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম ও বাংলাদেশ অনলাইন অন্ট্রাপ্রেনরস এসোসিয়েশন এর সহযোগিতায় আয়োজিত এই ওয়ার্কশপে অভিজ্ঞ ও সফল ব্যবসায়ীরা সঠিক ও ইতিবাচক পরামর্শ প্রদান করবেন যা প্রবাসীদেরকে তাদের ক্যারিয়ার নির্বাচনে সহায়তা করবে।
অনেকেই মাস শেষে একটি নির্ধারিত পরিমাণ টাকা আয় করতে চান, যেখানে আবার স্বাধীনচেতা মনোভাবের অনেকেই চান ঝুঁকি নিয়ে হলেও বেশি পরিমাণ টাকা আয় করতে এবং অনেক বেশি যশ-নাম, প্রতিপত্তি অর্জন করতে। এক্ষেত্রে চাকরি বা ব্যবসায় কোনটি কার জন্য নির্ধারণ করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের জন্য এ সিদ্ধান্ত নিতে সহজ করতে ইউরোবাংলা বিজনেস এসোসিয়েশন এই ওয়ার্কশপ আয়োজন করতে যাচ্ছে। এছাড়াও, ইউরোপে ব্যবসায়ের ধরণ, পরিবেশ, নিয়ম-কানুন সহ অন্যান্য সকল দিক সম্পর্কে সঠিক গাইডলাইন পাওয়া যাবে এই ওয়ার্কশপে অংশগ্রহণের মাধ্যমে।
বিদেশের মাটিতে বাংলাদেশি প্রবাসীদেরকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করার লক্ষ্যে ইউরোবাংলা বিজনেস এসোসিয়েশন এই বিজনেস ওয়ার্কশপের আয়োজন করতে যাচ্ছে। এই ওয়ার্কশপে সফল ব্যবসায়ীরা তাদের ব্যবসায় অভিজ্ঞতা সকলের সামনে তুলে ধরবেন এবং ব্যবসায়িক চ্যালেঞ্জসমূহ কিভাবে পার হতে হয় তা বর্ণণা করবেন; যা নতুন ব্যবসায়ী এবং ভবিষ্যত ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সহায়ক ও অনুপ্রেরণামূলক হবে বলে আশা করা হচ্ছে।
ওয়ার্কশপটিতে অংশগ্রহণ করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে। আগ্রহী অংশগ্রহণকারীদের জন্য এখনো রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। eurobangla.biz ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে, এছাড়াও ফেসবুক পেজে নিয়মিত আপডেট পাওয়া যাবে। বরাবরের মতই আইটি পার্টনার হিসেবে থাকছে FNFLABS ।
সম্পাদকমন্ডলীর সভাপতি : সালাম মাহমুদ
এল মল্লিকা কমপ্লেক্স (৭ম তলা),১২ পুরানা পল্টন, ঢাকা - ১০০০।
মোবাইল -০১৭৫০৬১৫৯৪১।
ই-মেইল -banglatv71sm@gmail.com