স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে আগামী ৪ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার কাকরাইলস্থ হোটেল রাজমনী ঈসা খাঁ ব্যাংকুইট হলে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চলচ্চিত্র ও পর্যটন শিল্পের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও স্মার্ট বাংলাদেশ সম্মাননা প্রদান অনুষ্ঠানে মুভিসম্রাট বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি ও দেশবরেণ্য উদ্যোক্তা পানসুপারির কর্ণধার কনা রেজাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে। এছাড়া শিল্প-বাণিজ্য, সমাজকল্যাণ ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি শাহিদুজ্জামান প্রধান (শাহী প্রধান), চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেতা ডিএ তায়েব, চিত্রনায়িকা পরিমনি, ব্র্যান্ড প্রমোটর বারিশা হক, মাশাআল্লাহ প্রপাটিজ এর পরিচালক নজরুল ইসলাম কে সম্মাননায় ভূষিত করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা। স্বাগত বক্তব্য রাখবেন, স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের নির্বাহী চেয়ারম্যান সালাম মাহমুদ।
সম্পাদকমন্ডলীর সভাপতি : সালাম মাহমুদ
এল মল্লিকা কমপ্লেক্স (৭ম তলা),১২ পুরানা পল্টন, ঢাকা - ১০০০।
মোবাইল -০১৭৫০৬১৫৯৪১।
ই-মেইল -banglatv71sm@gmail.com