স্মার্ট বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান
স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে আজ ৪ জানুয়ারি সকাল ১১টায় ঢাকার কাকরাইল হোটেল রাজমনি ঈসা খাঁ ব্যাংকুইট হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চলচ্চিত্র ও পর্যটন শিল্পের ভূমিকা শীর্ষক আলোচনা ও স্মার্ট বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল ডেভেলপমেন্ট ফেডারেশনের চেয়ারম্যান বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব মুভিসম্রাট বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি। উদ্বোধক ছিলেন পানসুপারির স্বত্ত্বাধিকারী বরেণ্য উদ্যোক্তা কনা রেজা। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা চিত্রনায়ক ডিএ তায়েব, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কবি রাজু আলীম, গ্লোবাল বিজনেস ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার, নন্দন পার্কের নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন খন্দকার, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর নির্বাহী সভাপতি বাদল আহমেদ, সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার। স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের নির্বাহী চেয়ারম্যান সালাম মাহমুদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশিষ্ট উদ্যোক্তা, পানসুপারি ও খাবার-দাবার পিঠাঘর এর স্বত্ত্বাধিকারী কনা রেজা এবং বীর মুক্তিযোদ্ধা মুভিসম্রাট আহসান উল্লাহ মনিকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। স্মার্ট বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৩ এ ভূষিত হন- নন্দন পার্কের চেয়ারম্যান বিলাল হক, চলচ্চিত্র পরিচালক চয়ানিকা চৌধুরী, চিত্রনায়ক ডিএ তায়েব, চিত্রনায়িকা পরিমনি, কবি রাজু আলীম, লায়ন আনোয়ারা বেগম নিপা, সমাজসেবক মরিয়ম বেগম শিউলি, ব্র্যান্ড প্রমোটর বারিশা হক, ড্যান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, নারী উদ্যোক্তা রূপা আহমেদ, সঙ্গীতশিল্পী প্রমা ইসলাম, সাংবাদিক বাদল আহমেদ, হাফিজ রহমান, এস এম নাসির, আলাউদ্দিন খোকন, শেখ মনিরুল ইসলাম।
সম্পাদকমন্ডলীর সভাপতি : সালাম মাহমুদ
এল মল্লিকা কমপ্লেক্স (৭ম তলা),১২ পুরানা পল্টন, ঢাকা - ১০০০।
মোবাইল -০১৭৫০৬১৫৯৪১।
ই-মেইল -banglatv71sm@gmail.com