নাজিরপুরে প্রেমিকের ফোনে সারা দিতে গিয়ে ধর্ষীতা হলো কিশোরী
আকরাম আলী ডাকুয়া; নাজিরপুর, পিরোজপুর প্রতিনিধি।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় প্রেমিকের ফোনে সারা দিতে গিয়ে ধর্ষীতা হলো কিশোরী। জানা গেছে উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামের জনৈক সুজন এর কন্যা লামিয়া (১৪) কে তাহার প্রেমিক একই ইউনিয়নের কলাতলা সাকিনের আনিস শেখ এর পুত্র সাকিব শেখ (১৯) ২০ এপ্রিল বিকাল বেলা মোবাইল ফোনে দেখা করার জন্য ডাকে। লামিয়া উক্ত ফোনে সারা দিয়ে কলাতলার উদ্দেশ্যে যাওয়ার পথে পাশর্^বর্তী চিথলিয়া গ্রামের ইউনুস গাজীর পুত্র মুমিন গাজী (২১) সহ তাহার সহযোগী ২/৩ যুবক লামিয়াকে বিভিন্ন কথার ছলে ফেলে কাল ক্ষেপন করে সন্ধ্যার পরে বখাটে যুবক মুমিন তার বাড়ীর নিকট নির্জন বাগানে নিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে অভিযোগ প্রকাশ। এ ব্যাপারে স্থানীয় লোকজনের মধ্যে জানা-জানি হয়ে গেলে স্থানীয় যুব সমাজের একটি অংশ বিষয়টি নিয়ে নিষ্পত্তির চেষ্টা চালাইলে উভয় পক্ষের মধ্যে মিমাংসা না হওয়ায় ধর্ষীতার মামা হুমায়ুন তাহার ভাগ্নীকে নিয়ে পরের দিন থানায় এসে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে নাজিরপুর থানা-পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করিয়া ধর্ষকের সহযোগী এজাহার নামীয় আসামী কাওসার হাওলাদার (২১) কে গভীর রাতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে থানায় এনে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন এবং ধর্ষীতাকে শারীরিক পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে ও জবানবন্দি নেওয়ার জন্য বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করেন। এ ব্যাপারে অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার এর সঙ্গে যোগাযোগ করা তিনি এ প্রতিনিধিকে জানান, মামলা তদন্তের জন্য এস আই পারভেজ কে নিযুক্ত করা হয়েছে, বাকী আসামী গ্রেফতারের অভিযাগ অব্যহত আছে।
আকরাম আলী ডাকুয়া
নাজিরপুর, পিরোজপুর।