নাজিরপুরে ৩দিন ব্যাপী কন্দাল ফসল কৃষি মেলা-২০২৪
আকরাম আলী ডাকুয়া; নাজিরপুর, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপী কন্দাল ফসল কৃষি মেলা-২০২৪ উদ্বোধন করেন নজরুল ইসলাম, উপ-পরিচালক, কৃষিসম্প্রসারণ, খামার বাড়ী পিরোজপুর। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, পিরোজপুর। উক্ত মেলা পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুননেছা এশা, সার্বিক সহযোগীতায় রয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তার সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ও অফিসের কর্মচারীগণ। জানা গেছে ২৮ এপ্রিল সকাল ৯টায় বর্ণাঢ্য র্যলির মাধ্যমে উক্ত মেলার অনুষ্ঠানিকতা শুরু হয় এবং ৩ দিন ব্যাপী এ মেলা চলবে। মেলার শেষ দিন ৩০ এপ্রিল মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন প্রজাতীর কন্দাল ফসল প্রদর্শনী স্টলের চাষীদের পুরস্কার বিতরণ করা হবে। এ মেলায় উপজেলার ৯টি ইউনিয়ন থেকে আদর্শ চাষীরা ষ্টল নিয়ে বসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ মেলার প্রদর্শনীর মাধ্যমে উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং উপজেলায় বেকারত্ব দূরীকরণের সহায়ক হবে।