আকরাম আলী ডাকুয়া; নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ
স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৭ জুন) সকালে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির মধ্যদিয়ে সপ্তাহব্যাপী আয়োজনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ ।
এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস বর্ণিলভাবে সজ্জিতকরণ, আলোকসজ্জা, আলোচনা সভা, বৃক্ষ রোপণসহ গাছের চারা বিতরণ, ভূমি সম্পর্কিত লিফলেট বিতরণ, অন-স্পট বুথ স্থাপন সহ স্থানীয় ক্যাবল টিভিতে সম্প্রচারসহ মাইকিং, ভূমি সম্পর্ক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
এছাড়াও উপজেলার বিভিন্ন হাটবাজার ও দৃশ্যমান স্থানে প্রজেক্টেরের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ সম্পর্কিত ভিডিও প্রদর্শন ও ড্রপডাউন বান্যার,ফেস্টুন টানানো হয়েছে।
সেবা সপ্তাহ আগামী ১৪ জুন পর্যন্ত দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৫০৭ উপজেলা এই কার্যক্রম চলবে।
সেবা সপ্তাহ চলাকালে সেবাগ্রহীতারা হয়রানি ও ভোগান্তিহীনভাবে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন। ল্যান্ড সার্ভিস গেটওয়ের (এলএসজি) মাধ্যমে ২য় প্রজন্মের মিউটেশন, খতিয়ান ও এলডি ট্যাক্সের আন্তঃসংযোগ স্থাপন, শতভাগ হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হবে। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও সম্পূর্ণ ক্যাশলেস ভূমি অফিসসহ সর্বোচ্চ রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করা, হয়রানিমুক্ত ও নাগরিকবান্ধব প্রত্যাশিত ভূমিসেবা নিশ্চিত করা হবে।
এ বিষয়ে উপজেল সহকারি কমিশনার ভূমি মোঃ মাছুম বিল্লাহ্ বলেন উন্নত ভুমি সেবা দেয়ার জন্য এবং সেবা গ্রহীতাদের হয়রানী মুক্ত সেবা দেওয়ায় আমরা সব সময় অঙ্গিকারাবদ্ধ।