বরেণ্য পানি বিজ্ঞানী ও প্রথিতযশা শিক্ষাবিদ ড. রাস বিহারী ঘোষ দীর্ঘদিন ইউরোপ আমেরিকা সফল করে সম্প্রতি দেশে ফিরেছেন। সফরে তিনি বিশ্বের সুনামখ্যাত বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বিষয়ের উপর জ্ঞান-গর্ব আলোচনা করেন। কাজ পাগল দেশপ্রেমিক এই মানুষটি দেশে ফিরেই গত ৭ জুলাই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে বাড়ীধারার একটি হোটেলে গোলটেবিল এর আয়োজন করেন। সেখানে ভুগর্ভস্থ পানির গুরুত্ব এবং তা রক্ষনাবেক্ষণের উপায় নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের পয়ঃনিষ্কাসন ব্যবস্থার ত্রুটি ও এর সুষ্ঠ সমাধান নিয়েও বিস্তর আলোচনা হয়। তিনি ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে তুলে ধরতে একাধিক সেমিনারের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন। যেখানে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ও রাষ্ট্রের নীতি-নির্ধারকরা উপস্থিত থাকবেন বলে তিনি আশা করেন।