সালাম মাহমুদ : বাংলাদেশের চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক জাহিদ হোসেনের সাথে বৈঠক করে নতুন চলচ্চিত্রের গল্প শুনেছেন চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। সবকিছু ঠিক থাকলে জাহিদ হোসেন পরিচালিত সিনেমা দিয়ে খুব শিগ্রই কামব্যাক করতে যাচ্ছন বলে আশা প্রকাশ করেছেন সুবাহ। ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্র মুক্তি পরবর্তী অনেকটা সময় মিডিয়ার বিভিন্ন মাধ্যমে তথা সংগীতে অনেক ব্যস্ত দেখা গেছে চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহকে।ভাইয়া গ্রুপে সহকারী ব্যবস্থাপক হিসেবে কোম্পানির ব্র্যান্ডিং এন্ড প্রমোশনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমাটির শ্যুটিং শেষ হয়েছে। এ চলচ্চিত্রটি মুক্তির পুর্বেই জাহিদ হোসেনের চলচ্চিত্রে শাহ হুমায়রা সুবাহ দেখা যেতে পারে।