1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.dailyamader71.com : dailyamader71.com : dailyamader71.com dailyamader71.com
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নেত্রকোনায় পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স ভুগর্ভস্থ পানি ও পয়ঃনিষ্কাসন ব্যবস্থা নিয়ে গোলটেবিল বৈঠক পিরোজপুর জেলার তিনটি শাখায় ঘুর্নিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে শক্তি ফাউন্ডেশনের সহায়তা প্রদান ঢাকাস্থ বরিশাল বিভাগীয় আইনজীবী কল্যাণ সমিতির কমিটি গঠিত।। সভাপতি হুমায়ুন, সাধারণ সম্পাদক মাগফুর, কোষাধ্যক্ষ রিজভী নাজিরপুরে প্রেমিকের ফোনে সারা দিতে গিয়ে ধর্ষীতা হলো কিশোরী নাজিরপুরে ১দিনের ব্যবধানে অপহরন ও শিশু ধর্ষণ মামলা, গ্রেফতার-১ নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল নাজিরপুরে ছাত্রলীগ নেতার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাওলাদ হোসেন সানা’র জনসংযোগে ৮ ইউনিয়নের ১১ চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ লক্ষে এলজিডি তত্ত্বাবধানের কাজই লাখো মানুষের মরণ ফাঁদ জীবন বিপন্ন
শিরোনাম:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা         শীত  কেয়া চৌধুরীর নেতৃত্বে এম জহির উদ্দিন স্বপন এর সাথে জিসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ উপদেষ্টা এএফএম হাসান আরিফের ২য় জানাযা সুপ্রীম কোর্ট প্রাংগনে অনুষ্ঠিত হয় যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা আগামীকাল বিজয় দিবস উপলক্ষে হৃদয়ে পতাকা ২ মার্চের আলোচনা সভা মহাক্ষতিতে নিমজ্জিত মানব জাতিকে বাঁচানোর লক্ষ্যে ইসলামী সমাজের শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা। আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক নুরুদ্দীন আহমেদ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী শুভেচ্ছা জানিয়েছে এনডিপি তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখলে লক্ষ জনতার স্রোত নামবে একযুগ পর বাংলাদেশের মাটিতে নেমে ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম রিবলু এ কথা বলেন ভারতের অগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ …….. আবু নাসের মো: রহমাতুল্লাহ

বরেণ্য চলচ্চিত্রকার,সাংবাদিক ফজলুল হককে কলকাতায় ইবরা আজীবন সম্মাননা(মরণোত্তর) প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

তকীউদ্দিন মুহাম্মদ আকরাম উল্লাহ : বরেণ্য চলচ্চিত্রকার ও সাংবাদিক ফজলুল হককে কলকাতা সায়েন্স সিটি মিলনায়তনে ইন্ডিয়া বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড(মরণোত্তর) প্রদান করা হয়।গত ৩ আগষ্ট ২০২৪ বিকেল ৫ টায় ইন্ডিয়া বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন এর উদ্যোগে “দুই বাংলার সাংস্কৃতিক সম্প্রীতি ” শীর্ষক আলোচনা,বরেণ্য চলচ্চিত্রকার,সাংবাদিক ফজলুল হক ও বিনোদ বিহারি চৌধুরীর তথ্যচিত্র প্রদর্শনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রয়াত ফজলুল হক এর পক্ষে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রয়াত ফজলুল হক এর পুত্র ফরিদুর রেজা সাগর এর সহধর্মিণী পান সুপারির সিইও কনা রেজা।অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গের সাবেক মাননীয় মন্ত্রী ড. হুমায়ুন কবির ও সংগঠনের সভাপতি ড. নটরাজ রায় সম্মাননা তুলে দেন।ইন্ডিয়া বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বিপ্লব দাস এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানসুপারির কর্নধার কনা রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম,ট্রাব সভাপতি সালাম মাহমুদ, ভারতের শিক্ষাবিদ পবিত্র সরকার, পদ্মশ্রী মাসুম আখতার প্রমূখ। অনুষ্ঠানে প্রয়াত ফজলুল হককে নিয়ে শহিদুল আলম সাচ্চু পরিচালিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।ফজলুল হক এর তথ্যচিত্র দেখে দুই বাংলার খ্যাতিমান অতিথিবৃন্দ আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং ফজলুল হক এর ভূয়সী প্রশংসা করেন।বাংলাদেশের চলচ্চিত্র ও চলচ্চিত্র সাংবাদিকতার ক্ষেত্রে ফজলুল হক ছিলেন পথিকৃৎ। ১৯৩০ সালের ২৬ মে বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে ফজলুল হক এর জন্ম।মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে রনাঙ্গনে অন্যতম সংগঠকের ভুমিকা পালন করেন তিনি ।স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথিকা লিখতেন। আকাশবাণী কলকাতায় পদ্মা, মেঘনা,যমুনা নামে নাটক রচনা ও পরিচালনা করেছেন। আকাশবাণীতে মনি হক নামে অনুষ্ঠান পরিচালনা করতেন। বাংলা ভাষাকে সর্বস্তরে পৌঁছে দিতে ১৯৭২ সালে ঘড়ির ডায়ালে বাংলায় সময় লেখা ঘড়ি চালু করেন।১৯৭৫ সালের ২২ ফেব্রুয়ারী মুক্তি পায় তার চলচ্চিত্র “উত্তরণ”। “প্রেসিডেন্ট” নামে একটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন। ১৯৬০ সালে “আযান ” নামে একটি চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা শুরু করেছিলেন। ১৯৫০ সালে ফজলুল হক বগুড়া থেকে “সিনেমা ” নামে একটি চলচ্চিত্র বিষয়ক পত্রিকা প্রকাশ করেন তৎকালীন পূর্ব পাকিস্তানে তখনও সিনেমা নির্মাণ শুরু হয়নি।ফজলুল হক পত্রিকা প্রকাশের পাশাপাশি ” ইনল্যান্ড প্রেস” নামে একটি প্রেস চালু করেছিলেন। এই প্রেস থেকে সৃজনশীল পুস্তক প্রকাশনার কাজও তার উদ্যোগে শুরু হয়েছিল। বাংলাদেশের রিয়েল স্টেট ব্যবসার আজকে যে অগ্রগতি তার রুপকারও ফজলুল হক। ষাটের দশকের শেষ দিকে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে ‘সোনার চামচ’ নামে একটি খাবারের দোকান প্রতিষ্ঠা করেন।বাংলাদেশ স্বাধীন হবার পর এর নাম হয় “পিঠা ঘর”। এ সময়ে তিনি অনির্বাণ নামে আইপিএস চালু করেছিলেন। অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রফেসর ড. হামিদা খানম, সফল উদ্যোক্তা হিসেবে পানসুপারির কর্নধার কনা রেজা,সাংবাদিক শেখ জামাল হোসাইন, অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল, সাংবাদিক মাহাবুবুর রহমান চঞ্চল, ভারতের চলচ্চিত্র পরিচালক রাজকুরাজকুমার পাল,সংগীত শিল্পী কুশল চ্যাটার্জিসহ কয়েকজনকে ইন্ডিয়া বাংলাদেশ সাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

সর্বশেষ খবর

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: কাজী মনির