1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.dailyamader71.com : dailyamader71.com : dailyamader71.com dailyamader71.com
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
নেত্রকোনায় পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স ভুগর্ভস্থ পানি ও পয়ঃনিষ্কাসন ব্যবস্থা নিয়ে গোলটেবিল বৈঠক পিরোজপুর জেলার তিনটি শাখায় ঘুর্নিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে শক্তি ফাউন্ডেশনের সহায়তা প্রদান ঢাকাস্থ বরিশাল বিভাগীয় আইনজীবী কল্যাণ সমিতির কমিটি গঠিত।। সভাপতি হুমায়ুন, সাধারণ সম্পাদক মাগফুর, কোষাধ্যক্ষ রিজভী নাজিরপুরে প্রেমিকের ফোনে সারা দিতে গিয়ে ধর্ষীতা হলো কিশোরী নাজিরপুরে ১দিনের ব্যবধানে অপহরন ও শিশু ধর্ষণ মামলা, গ্রেফতার-১ নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল নাজিরপুরে ছাত্রলীগ নেতার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাওলাদ হোসেন সানা’র জনসংযোগে ৮ ইউনিয়নের ১১ চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ লক্ষে এলজিডি তত্ত্বাবধানের কাজই লাখো মানুষের মরণ ফাঁদ জীবন বিপন্ন
শিরোনাম:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা         শীত  কেয়া চৌধুরীর নেতৃত্বে এম জহির উদ্দিন স্বপন এর সাথে জিসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ উপদেষ্টা এএফএম হাসান আরিফের ২য় জানাযা সুপ্রীম কোর্ট প্রাংগনে অনুষ্ঠিত হয় যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা আগামীকাল বিজয় দিবস উপলক্ষে হৃদয়ে পতাকা ২ মার্চের আলোচনা সভা মহাক্ষতিতে নিমজ্জিত মানব জাতিকে বাঁচানোর লক্ষ্যে ইসলামী সমাজের শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা। আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক নুরুদ্দীন আহমেদ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী শুভেচ্ছা জানিয়েছে এনডিপি তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখলে লক্ষ জনতার স্রোত নামবে একযুগ পর বাংলাদেশের মাটিতে নেমে ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম রিবলু এ কথা বলেন ভারতের অগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ …….. আবু নাসের মো: রহমাতুল্লাহ

ড. মোঃ সাদী-উজ-জামান কলকাতায় ইবরা আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে ভূষিত

  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

আবু সাঈদ কাদেরী, সিনিয়র রিপোর্টার: নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বরেণ্য সমাজ উন্নয়ন কর্মী ড. মোঃ সাদী-উজ-জামান কলকাতায় সাইন্স সিটি মিলনায়তনে ইন্ডিয়া বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন( ইবরা) আয়োজিত অনুষ্ঠানে “ইবরা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা” য় ভূষিত হয়েছেন।অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক ড. মোঃ সাদী-উজ-জামান অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় সংগঠন এর পক্ষ থেকে ইবরা’র নির্বাহী সভাপতি সালাম মাহমুদ ও নির্বাহী সদস্য তকীউদ্দিন মুহাম্মদ আকরাম উল্লাহ নতুনধরা গ্রুপের কার্যালয়ে ড. মোঃ সাদী-উজ-জামানকে অনুষ্ঠানের উত্তরীয় পরিয়ে তার হাতে উদ্বোধক এর সম্মাননা স্বারক, আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড এবং সনদপত্র তুলে দেন। এ সময়ে দেশে বিদেশে অসংখ্য সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত ড. মোঃ সাদী-উজ-জামান উপস্থিত সাংবাদিকদের সামনে তার অনুভূতি ব্যক্ত করেন।
মানুষের জন্য কাজ করে, সৃষ্টির কল্যাণে নিজেকে নিমগ্ন রেখে, দেশকে প্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নিরন্তর পরিশ্রম করে, জীবনভর অশুভের বিরুদ্ধে উচ্চারণ করেন কল্যাণের কথা, সকল বাধাবিঘ্ন অতিক্রম করে সম্মুখ দিগন্তে ছুটে চলায় অন্তঃপ্রাণ; সততা, কর্মনিষ্ঠা ও আত্মপ্রত্যয়ের বুনিয়াদে গড়া এক বলিষ্ঠ শিল্পিত শিল্পউদ্যোক্তা, দেশের আবাসন শিল্পের উন্নয়ন ও উৎকর্ষে এক প্রদীপ্ত স্বপ্নস্বারথি নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান। সাংবাদিকতায় তিনি রেখে চলেছেন অনবদ্য অবদান। দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার তিনি ইংরেজী দৈনিক বাংলাদেশ ডায়েরি এর সম্পাদক এর পদ অলংকৃত করেছেন। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন দেশের বরেণ্য শিল্প উদ্যোক্তা, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপার্স এর কো-চেয়ারম্যান, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ড. মো. সাদী-উজ-জামান।
ড. মো. সাদী-উজ-জামান বর্তমানে বাংলাদেশের জাতীয় পত্রিকা ‘দৈনিক বাংলাদেশ সমাচার’ ডিএফপি মিডিয়াভূক্ত ও সরকার প্রণীত ৮ম ওয়েজবোর্ড বাস্তবায়নকৃত (মিডিয়া এনলিস্টেড শীর্ষ ২০ নম্বর জাতীয় দৈনিক পত্রিকা) ও সরকারি মিডিয়া তালিকায় ৪র্থ স্থান অর্জনকারী জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অপরাজেয় বাংলাদেশ’-এর ‘প্রধান সম্পাদক’ হিসাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেইম অ্যাওয়ার্ডস (বাইফা), অপু শিক্ষা ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর উপদেষ্টা, ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্ এর উপদেষ্টা, ওয়ার্ল্ড ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর আহ্বায়ক ও ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ (মতিঝিল শাখা) এর উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সোসাইটি ফর এনলাইটেনিং নেশন (সফেন) ও শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ এর আজীবন সদস্য হিসেবে নিয়োজিত আছেন।
তিনি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে সুনাম কুড়িয়েছেন। শিক্ষা, সমাজসেবা এবং ব্যবসায় বিশেষ অবদান রাখার জন্য পেয়েছেন অনেক অ্যাওয়ার্ড ও সম্মাননা। এর মধ্যে উল্লেখযোগ্য- টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত ২০তম ট্র্যাব অ্যাওয়ার্ড ২০২০, বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০, মালদ্বীপ ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড-২০২১, অর্থকন্ঠ বিজনেস অ্যাওয়ার্ড-২০২০, ‘ইন্টারন্যাশনাল গ্লোবাল লিডারশীপ অ্যাওয়ার্ডস-২০২২, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেইম অ্যাওয়ার্ড-২০২২ (বাইফা অ্যাওয়ার্ড ২০২২), দাদাসাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ডস্-২০২২, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেইম অ্যাওয়ার্ড-২০২৩ (বাইফা অ্যাওয়ার্ড ২০২২), সার্ক পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২২, বঙ্গ গৌরব সম্মাননা-২০২৩, দেশের ডাক পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২৩, গ্লোবালব্র্যান্ডস-ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড-২০২৩, হিউম্যান রাইটস পীস অ্যাওয়ার্ড-২০২৩, বাংলাদেশ এচিভারস্ অ্যাওয়ার্ডস-২০২৩, গ্লোবালব্র্যান্ডস-ট্রাব এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৩, কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৩, মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৩, গ্লোবালব্র্যান্ডস-ট্রাব এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৩, ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৩ এ ভূষিত হন।
সমৃদ্ধশালী এ সকল অ্যাওয়ার্ড প্রদানের অধিকাংশ অনুষ্ঠানেই তিনি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে সম্মাননা গ্রহণ করেন। দেশ ও জাতির কল্যাণে নিরন্তর ছুটে চলা এই কর্মবীর আবাসন শিল্পের জীবন্ত কিংবদন্তি ড. মো. সাদী-উজ-জামান-কে সার্ক জার্নালিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ভারতের বিশিষ্ট সমাজকর্মী সাংবাদিক ও কলামিস্ট ড. নটরাজ রায় ও সাধারণ সম্পাদক ভারতের বিশিষ্ট সাংবাদিক বিপ্লব দাস শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

সর্বশেষ খবর

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: কাজী মনির