1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.dailyamader71.com : dailyamader71.com : dailyamader71.com dailyamader71.com
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নেত্রকোনায় পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স ভুগর্ভস্থ পানি ও পয়ঃনিষ্কাসন ব্যবস্থা নিয়ে গোলটেবিল বৈঠক পিরোজপুর জেলার তিনটি শাখায় ঘুর্নিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে শক্তি ফাউন্ডেশনের সহায়তা প্রদান ঢাকাস্থ বরিশাল বিভাগীয় আইনজীবী কল্যাণ সমিতির কমিটি গঠিত।। সভাপতি হুমায়ুন, সাধারণ সম্পাদক মাগফুর, কোষাধ্যক্ষ রিজভী নাজিরপুরে প্রেমিকের ফোনে সারা দিতে গিয়ে ধর্ষীতা হলো কিশোরী নাজিরপুরে ১দিনের ব্যবধানে অপহরন ও শিশু ধর্ষণ মামলা, গ্রেফতার-১ নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল নাজিরপুরে ছাত্রলীগ নেতার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাওলাদ হোসেন সানা’র জনসংযোগে ৮ ইউনিয়নের ১১ চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ লক্ষে এলজিডি তত্ত্বাবধানের কাজই লাখো মানুষের মরণ ফাঁদ জীবন বিপন্ন
শিরোনাম:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা         শীত  কেয়া চৌধুরীর নেতৃত্বে এম জহির উদ্দিন স্বপন এর সাথে জিসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ উপদেষ্টা এএফএম হাসান আরিফের ২য় জানাযা সুপ্রীম কোর্ট প্রাংগনে অনুষ্ঠিত হয় যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা আগামীকাল বিজয় দিবস উপলক্ষে হৃদয়ে পতাকা ২ মার্চের আলোচনা সভা মহাক্ষতিতে নিমজ্জিত মানব জাতিকে বাঁচানোর লক্ষ্যে ইসলামী সমাজের শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা। আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক নুরুদ্দীন আহমেদ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী শুভেচ্ছা জানিয়েছে এনডিপি তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখলে লক্ষ জনতার স্রোত নামবে একযুগ পর বাংলাদেশের মাটিতে নেমে ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম রিবলু এ কথা বলেন ভারতের অগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ …….. আবু নাসের মো: রহমাতুল্লাহ

বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়া নয়: অধ্যাপক ডা. এ জেড জাহিদ হোসেন

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

বিএসএমএমইউ’র প্রাক্তন উপাচার্য প্রয়াত অধ্যাপক ডা. এম এ হাদী স্যার-এর বর্ণাঢ্য জীবন নিয়ে আজ ১৭ অক্টোবর ২০২৪ইং তারিখ  বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শুরুতে শহীদ ডা. মিলন হলে সামনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রক্তদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. এম এ হাদী স্যারের ১৭তম মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ডা. এএসএম নওরোজ। অধ্যাপক ডা. এম এ হাদী স্যারের ১৭তম মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মোঃ মোফাখখারুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির মাননীয় চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. মোঃ সিরাজ উদ্দিন আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. আবদুল বায়েছ ভূঁইয়া, বিএমএ ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোজাম্মেল হক, অধ্যাপক ডা. এম এ হাদী স্যারের জেষ্ঠ্যপুত্র হোসেন ইমাম আল হাদী প্রমুখ। এছাড়াও জাতীয়তাবাদী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আলোচনার শুরুতে বক্তারা জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। বিএনপি রাজপথে লড়াই সংগ্রাম করে জনগণের অধিকার আদায়ের দল। বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়া নয়। আপোষ করা নয়। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত অন্তবর্তী সরকারকে বিএনপি সহায়তা করবে। বিএনপি মনে করে দেশ জনগণের সম্পত্তি। তাই দেশের মালিকানা জনগণ ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপি সজাগ থাকবে। তিনি বলেন, বিএসএমএমইউ একটি জাতীয় প্রতিষ্ঠান। মানুষ এখানে অনেক আশা ভরসা নিয়ে চিকিৎসাসেবা নিতে আসেন। তাই রোগীরা যাতে সবসময় সর্বোচ্চমানের চিকিৎসাসেবা পায় তা নিশ্চিত করতে হবে। এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে অবশ্যই পালন করতে হবে। তিনি  আরো বলেন, বিএসএমএমইউতে কর্মরত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীসহ যারা বিগত সরকারের আমলে দীর্ঘদিন বঞ্চিত ছিলেন তাদের ন্যায্য প্রাপ্য দ্রুত নিশ্চিত করতে হবে।

অন্য বক্তারা বলেন, অধ্যাপক ডা. এম এ হাদী দেশের চিকিৎসাখাতে পোস্ট গ্রাজুয়েশন শিক্ষার প্রসারে বিরাট অবদান রেখেছেন। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ অধ্যাপক ডা. এম এ হাদী ছিলেন অত্যন্ত বড় মনের মানুষ। তিনি ছিলেন দলমত নির্বিশেষে মানবতাবাদী মানুষ। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনকালে তিনি কাউকে বঞ্চিত করেন নাই। চিকিৎসক সমাজের অবিসংবাদিত অবিভাবক ও নেতা হিসেবে জাতি তাঁকে চিরকাল স্বরণে রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

সর্বশেষ খবর

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: কাজী মনির