সাদিয়া সুলতানা, স্টাফ রিপোর্টার: জুডিসিয়া ম্যাজিস্ট্রে উদ্যোগে শনিবার সকাল ১০টায় জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসী সভা অনুষ্ঠিত হয়েছে।চীফ জুডিশিযাল ম্যাজিস্ট্রেট এস.এম রাজিবুল হাসানের সভাপতিত্বে এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের সঞ্চালনায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা ও দায়রা জজ মোঃ হাফিজুর রহমান।কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইন, সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য্য, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তনিমা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ সিবলী সাদিক, নেত্রকোণা জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, নেত্রকোনা কাজী শাহ নেওয়াজ প্রমুখ।কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোঃ হাফিজুর রহমান বলেন, মামলার দীর্ঘ সূত্রিতা কমিয়ে আনার লক্ষ্যে সকলকে মামলার তদন্ত রিপোর্ট যথাসময়ে আদালতে প্রেরণ করতে হবে। মামলার স্বাক্ষীগণের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কেউ যেন অযথা হয়রানীর শিকার না হয়। বিচার কাজের সঙ্গে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।