নিজস্ব প্রতিবেদক : অনিয়ম ( ডিজি) গাজী মো.সাইফুজজামান এর জাতীয় যুব দিবসের ২০২৪ উন্মুক্ত দরপত্রে মোট ১১টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন দরদাতা আরশিনগর মিডিয়া। প্রতিষ্ঠানটি জাতীয় যুব দিবসের অনুষ্ঠান সম্পর্ন বাজেট দেয় ৪১ লক্ষ টাকা। ২য় সর্বনিম্ন দরদাতা উইন্ডমিল, বাজেট দেয় ৪২ লক্ষ টাকা। উন্মুক্ত দরপত্রের নিয়ম অনুয়ায়ী সর্বনিম্ন বাজেট পেশকারী প্রতিষ্ঠান কাজ পাওয়ার কথা। শর্তানাযায়ী যদি কোনো সমস্যা থাকে তাহলে ২য় সর্বনিম্ন এভাবে ক্রমান্বয়ে কাজ পাবে অন্য দরদাতারা। কিন্তু এই দরপত্রে সরকারী নিয়ম না মেনে ৭৬ লাখ ৬৫ হাজার টাকা বাজেট প্রদানকারী প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে কাজ। এ বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি কিছু বলতে নারাজ। এখানে আরো উল্লেখ্য যে, আমাদেরকে একটা অনুষ্ঠান পরিকল্পনা দেখাতে বলা হয়েছিলো। কিন্তু সেটা শেষ না হতেই আমাদের বের করে দেয়া। কারন আমরা এবার অনুুষ্ঠান পরিকল্পনা করেছি ২০২৪ এর জুলাই আগষ্ট নিয়ে। পছন্দের লোক এবং প্রতিষ্ঠানকে কাজ দেয়ার জন্যই অন্য দরদাতাদের মূল্যয়ন করা হয়নি বলে অভিযোগ দরপত্র আহ্ববানকারীদের বিরুদ্ধে। তাই কোন নিয়মনীতি না মেনেই যোগসাজশে এখানে অনিয়ম করা হয়েছে।
সম্পাদকমন্ডলীর সভাপতি : সালাম মাহমুদ
এল মল্লিকা কমপ্লেক্স (৭ম তলা),১২ পুরানা পল্টন, ঢাকা - ১০০০।
মোবাইল -০১৭৫০৬১৫৯৪১।
ই-মেইল -banglatv71sm@gmail.com