নিউইয়র্ক (ইউএনএ): ‘সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় আমরা’ শ্লোগান নিয়ে নিউইয়র্কে ঢাকা ক্লাব অব আমেরিকা ইনক নামে নতুন সামাজিক সংগঠন গঠন করা হয়েছে। এই ক্লাবের সভাপতি সাংবাদিক বেলাল আহমেদ আর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা। গত ১৯ অক্টোবর শনিবার জ্যামাইকার ফাল্গুনী রেষ্টুরেন্টে আয়োজিত এক সভায় ‘ঢাকা ক্লাব অব আমেরিকা ইনক’ গঠন এবং কার্যকরী কমিটি গঠন করা হয়। খবর ইউএনএ’র।
নব গঠত ঢাকা ক্লাব অব আমেরিকার সভাপতি বেলাল আহমেদ জানান, প্রবাসী বাংলাদেশীর সভায় আনন্দঘন পরিবেশে এই সংগঠন গঠন ও সর্ব সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তা হলেন: সহ সভাপতি- মোহাম্মদ এম হোসাইন (মুক্তার)ম মোহাম্মদ গোলাম কিবরিয়া ও মামুন আহমেদ, যুগ্ম সম্পাদক- শফি উদ্দিন ও তারিক বিন মোহাম্মদ রুমি, কোষাধ্যক্ষ- একেএম জাকির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক- বাদশা বুলবুল, ইন্টারন্যাশনাল রিলেশন সম্পাদক- খন্দকার ইসমাইল, মহিলা বিষয়ক সম্পাদক- সামিদা ইয়াসমীন কান্তা, সমাজকল্যাণ সম্পাদক- ফরহাদ আহমেদ চৌধুরী এবং কার্যকরী সদস্য যথাক্রমে শেখ ইলিয়াস, মুফতি জাহিদ, মোহাম্মদ জামাল উদ্দিন, সজিব চৌধুরী ও মোহাম্মদ রাসেল ভূইয়া।