Bangladesh Business Excellence এওয়ার্ড এর Best Young Innovative businessman of the year 2024″ পুরষ্কার গ্রহণ করলেন উদ্যোক্তা Md.Takib Hossain,গত ১৮ই নভেম্বর সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেল এ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরষ্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মাননীয় জনাব তৌহিদ হোসেন।
Md.Takib Hossain দেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় Bangladesh Business Excellence এওয়ার্ড এর Best Young Innovative businessman of the year 2024 ভূষিত হন JS Agro firm এর Owner Md.Takib Hossain।
Mirror magazine ২০০২ সাল থেকে বিভিন্ন ধরনের এওয়ার্ড প্রদান করে উৎসাহিত করেছেন।পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে ছিল জনপ্রিয় তারকাদের নাচ উপস্থিতি এবং Fashion show.
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব ব্রনাই ম্যানবর জনাব হাজী হারিস বিন ওসমান,ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি,জনাব ইকবাল আহম্মেদ,ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক জনাব আশরাফুল হক চৌধুরী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সারাহ লী,এক্সিকিউটিভ চেয়ারম্যান,সিআইডিবিসি,গভর্নমেন্ট অব চায়না উপস্থিত ছিলেন। এছাড়া ও উপস্তিত ছিলেন Mirror Group এর ব্যবস্থাপনা পরিচালক জিনাব শাহজাহান ভুঁইয়া রাজু।