টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্র্যাব কর্তৃক আয়োজিত ২৩ নভেম্বর ২০২৪ শনিবার সন্ধ্যা ৬ টায় হোটেল অরনেট (থ্রি স্টার) মিলনায়তনে সুস্থ সংস্কৃতির বিকাশে ২৫তম ট্র্যাব আইকন অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে এবং মোঃ মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক তথ্য সচিব জনাব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী কবি ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি জনাব কামরুল হাসান দর্পণ, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, এসপি আব্দুল্লাহ আরেফ পিপিএম, নারী উদ্যোক্তা ইঞ্জিনিয়ার ফারজানা আবেদীন এফআইইবি, গীতিকার গোলাম কিবরিয়া, চিত্রনায়িকা ইয়ামিন হক ববি, চিত্রনায়ক শিপন মিত্র, সিনিয়র সাংবাদিক ডেইলি স্টারের জাহিদ আকবর, সিনিয়র সাংবাদিক খবরের কাগজের এ মিজান, বিশিষ্ট নাট্যকার রাজীভ মণি দাস, অভিনেতা এনায়েত উল্লাহ ষৈয়দ, অভিনেতা ফরিদ হোসাইন, নাট্য পরিচালক আর এইচ সোহেল, নাট্য পরিচালক নাজনীন হাসান খান, নাট্যকার অপর্ণা রানী রাজবংশী, মডেল খালেদ হোসেন, পরিচালক মোঃ ফাহাদসহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন শফিক উদ্দিন অপু। সাংস্কৃতিক পর্ব উপস্থাপন করেন দীপ্ত টিভির সংবাদ পাঠিকা তানিয়া ও নিপা আক্তার। রিফাত মাহবুব সাকিব অনুভুতি ব্যক্ত করে বলেন, সম্প্রতি বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড এর উদ্যোগে ওয়েডিং ফেস্টিভ্যাল লাইফস্টাইল এক্সপো অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছি। এর আগে শেরে বাংলা পদকসহ নানা আয়োজনে সংবর্ধিত হয়েছি। এতে আমার কাজের দায়িত্ব ও গতি আরও বেড়ে গেছে।