আগামী ১০ই ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের (৩য় তলায়) মাওলানা আকরাম খাঁ হলে ইয়ুথ ফর হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ (ণঐজওঋই) এর উদ্যোগে “মানবাধিকার লঙ্ঘন: বর্তমান সংকট ও সমাধানের পথে আমাদের ভূমিকা” শীর্ষক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন সংগঠনের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ এরশাদ হোসেন রানা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সমন্বয়ক মোঃ গোলাম কিবরিয়া খান ও সংগঠনের সেক্রেটারী এ্যাড. রিয়াজ হোসেন সিদ্দিকী এক যৌথ বিবৃতিতে ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন সফল করার আহ্বান জানান এবং সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে সকলকে শতষ্ফূর্ত অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন।