আলাউদ্দিন খোকন, স্টাফ রিপোর্টার : বরেণ্য সাংবাদিক, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার,এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ কে সংবর্ধনা দিয়েছে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন এজাহিকাফ। বরেণ্য সাংবাদিক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ গত ২৪ নভেম্বর নেপালের কাঠমুন্ডু কেএমসি অডিটোরিয়ামে সার্ক জার্নালিস্ট এসোসিয়েশন কতৃক লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এজাহিকাফ এর সভাপতিমন্ডলীর সদস্য মোঃ জাকির হোসেন জিতু ও মহাসচিব সালাম মাহমুদ তার হাতে পুষ্পার্ঘ্য ও সংবর্ধনা স্মারক তুলে দেন। ইতিপূর্বে কয়েকটি সংগঠন নুরুদ্দিন আহমেদ কে সংবর্ধনা প্রদান করছে।