সালাম মাহমুদ : দেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’ বাংলাদেশের ফ্যাশন শিল্পে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলছে। এটি ফ্যাশন জগতে একটি পরিচিত নাম। দীর্ঘ ২৮ বছরের পথ চলায় বিশ্বরঙ দেশের মানুষের ফ্যাশন ভাবনায় এনেছে নানান রকম বৈচিত্র, বিভিন্ন উৎসব পার্বন উদযাপনের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় ক্রেতা সাধারণের ভালোবাসায় এই ফ্যাশন ব্র্যান্ডটি দেশের কয়েকটি শহরের সাফল্য পাওয়ার পর এবার রংপুরের ফ্যাশন প্রেমীদের কাঙ্খিত স্বপ্নপূরণের প্রত্যাশায় রংপুরে আউটলেট স্থাপন করলো।
এটি উদ্বোধন করা হয় গেলো ১ অক্টোবর ২০২৩ রবিবার। ওইদিন বিকেলে দেশের জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এসেছিলেন রংপুর বিশ্বরঙের আউটলেটটিতে ‘সার্বজনীন শরৎ উৎসব’ এর শুভ উদ্বোধন করতে। এই আড়ম্বরতায় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন জনাব আব্দুল বাতেন (ডিআইজি) রংপুর রেঞ্জ, জনাব ফেরদৌস আলম (এসপি) রংপুর জেলা, জনাব সাইফুজ্জামান ফারুকী (অতিরিক্ত পুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি) রংপুর মেট্রোপলিটন পুলিশ, জনাব মারুফ হোসেন (উপ পুলিশ কমিশনার) রংপুর মেট্রোপলিটন পুলিশ, জনাব মেনহাজ (উপ পুলিশ কমিশনার, ক্রাইম) রংপুর মেট্রোপলিটন পুলিশ। জনাব আবুবক্কর সিদ্দিক (সিটিএসবি প্রধান) রংপুর মেট্রোপলিটন পুলিশ, জনাব আশরাফুল আল আমিন (ডি এম ডি রংপুর গ্রুপ এবং চেয়ারম্যান তিস্তা ইউনির্ভাসিটি), জনাব তানভির আহম্মেদ তুষার (ডিরেক্টর, রংপুর চেম্বার অব কমার্স)। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধণ্য ফ্যাশন ডিজাইনার এবং বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা ও রংপুরের স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিশ্বরঙ এর বিপুল সংখ্যক শুভানুধ্যায়ীরা।
বিশ্বরঙ এর শোরুমে পাওয়া যাচ্ছে শাড়ী, থ্রিপিস, আনষ্টিচ ড্রেস, পাঞ্জাবী, ফতুয়া, শার্ট, টিশার্ট, মগ, বাচ্চাদের বাহারী সব ড্রেস ইত্যাদি। বিশ্বরঙ এর সহযোগী ব্রান্ড ‘শ্রদ্ধা’ পরিবারের শ্রদ্ধাভাজন ব্যাক্তিটির জন্য নিয়ে এসেছে নতুন সব আয়োজন। দেশীয় কাপড়ে ঢিলেঢালা আড়ামদায়ক প্যাটার্ন, অতি উজ্জল রঙের পরিবর্তে সহজিয়া শীতলতম হালকা রঙই মূলত শ্রদ্ধা’র পোশাকের বিশেষ বৈশিষ্ট্য।
এছাড়াও বিশ্বরঙ এর আরও একটি সহযোগী ব্রান্ড ‘বি আর কোড বাই বিপ্লব সাহা’। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্রময়তায় উপস্থাপন করেছে ‘বি আর কোড বাই বিপ্লব সাহা’। পোশাকের কাটিংয়ে এবং প্যাটার্নে থাকছে বিশেষ ধরনের ভিন্নতা। শিশুদের জন্য বিশ্বরঙ এর রয়েছে বিশেষ আয়োজন ‘বিশ্বরঙ কিডস’।
যে কেউ ঘরে বসেই বিশ্বরঙ শোরুমের সকল সামগ্রী কেনাকাটা করতে পারবেন অনলাইনে www.bishworang.website এবং ফেসবুক পেজ BishwoRang অথবা 01819257768, 01730068045 নম্বরে ফোন করেও কেনাকাটা করতে পারবেন।