দীর্ঘ এক যুগ পর ২২ ডিসেম্বর বাজারে এসেছে দৈনিক আমার দেশ পত্রিকা। সবার ভালোবাসয় সিক্ত আমার দেশ। প্রকাশের ১ম দিনে দৈনিক আমার দেশ এর সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমান সহ সকলকে শুভেচ্ছা জানাতে রাতে দৈনিক আমাদেশ পত্রিকার কার্যলয়ে উপস্থিত হয়েছেন লন্ডন প্রবাসী ও মানবাধিকার সংগঠক, অবরুদ্ধ বাংলাদেশ এবং একটি ভোরের প্রতীক্ষায় বইয়ের লেখক ও গবেষক সায়েক এম রহমান। তাকে বরণ করেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্যাতিত সাংবাদিক অলিউল্লাহ নেমান। এসময় তার সাথে কুশল বিনিময় করেন সাংবাদিক বাসির জামাল,মাহবুবুর রহমানসহ অনেকে। তাকে মিষ্টিমুখ করান জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।
লেখক ও গবেষক সায়েক এম রহমানকে দৈনিক আমারদেশ এর বার্তা বিভাগ সহ হাউজের সকলের সাথে পরিচয় করিয়ে দেন সাংবাদিক অলিউল্লাহ নোমান।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। এসময় তিনি দৈনিক আমার দেশ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আশা করেন মুসলিম বাংলার জনগণের প্রকৃত আওয়াজ হবে আমার দেশ।ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবে আমার দেশ।